
ইসলামী বিশ্বকে অনুধাবন করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যা করতে চাচ্ছে তা সুদূরপ্রসারী নীলনকশারই অংশ। এই বিদ্বেষের সূচনা সুদীর্ঘকাল থেকে, তা এখনো তারা লালন করে চলেছে। হাজার বছর ধরে ঘোষিত ও অঘোষিত সে যুদ্ধ চলছে। ইতিহাসের বাঁকে বাঁকে এর অনেক প্রমাণ রয়েছে। তারা ইসলাম, মুসলিম বা এ ধরনের শব্দ ব্যবহার না করে অন্য ভাষায় কথা বলে। যখন তারা নাইন-ইলেভেনের পর মুসলমানদের দায়ী করে, তখন প্রেসিডেন্ট বুশ মুখ ফসকে বলে উঠলেন ক্রুসেড। ইতিহাসব্যাপী মুসলিম ও খ্রিষ্টানদের সেই যুদ্ধ উসকে দিলেন ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হয়ে। গাজা কিংবা তেহরান খালি করা নয়, আসলে ট্রাম্প চাচ্ছেন মুসলিম বিশ্বকে খালি করতে ড. আবদুল লতিফ মাসুম [সূত্র : নয়া দিগন্ত, ১৯ জুন ২০২৫]