কল করুন

কৃতিকথন

কনফিডেন্সই আমার কনফিডেন্স বাড়িয়েছে
আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে কনফিডেন্সে কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথিসহ সভাপতি আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাছাড়া আমার সামনে যারা বসে আছেন, আমার সহকর্মীবৃন্দ তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। স্বপ্ন দেখতে হবে। স্বপ্নকে বাস্তবে রূপদান করার চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা রেখে। তাহলে আমরা সবাই সফলতার কাতারে সমবেত হতে পারবো। আমি আমার বক্তব্যটি শেষ করবো কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দিয়ে-
গোলাম সামদানি
ফরেন ক্যাডার
৪৩তম বিসিএস
রাজু ভাই ছাড়া এখানে আসা সম্ভব ছিলো না
কনফিডেন্সের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশে বলবো, রাজু ভাইয়ের দিক নির্দেশনা মেনে চলুন তাহলেই সফল হবেন। কোচিংয়ের যে প্ল্যান তার বাইরে নতুন করে কোনো প্ল্যান করার দরকার নেই। আর যারা বিসিএসের কোচিং খুঁজতেছেন তাদেরকে বলবো, কনফিডেন্সে ভরসা রাখতে পারেন। অন্যদের খারাপ বলবো না। তবে কনফিডেন্স ভরসার প্রতিষ্ঠান।
জেরিন শিকদার
প্রশাসন ক্যাডার
৪৩তম বিসিএস
প্রশাসনে ৩য় অবস্থানের পেছনে বিসিএস কনফিডেন্স গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে
আমার এখনও মনে আছে- আমি ২০২০ সালের ডিসেম্বরের ২০ তারিখে কনফিডেন্সে গিয়ে ভর্তি হই। এরপরে রাজু ভাইয়ে  ২টি কথা আমাকে বেশ অনুপ্রাণিত করে। উনি একটি সেমিনারে বলেছিলেন, বিসিএসে যারা অ্যাপ্লাই করেন তারা ২ রকমের প্রার্থী। এক প্রিলি প্রার্থী। আরেক প্রকার হচ্ছে সত্যিকার অর্থে বিসিএস প্রার্থী। আমি তার বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেই বিসিএস প্রার্থী হওয়ার। সাথে উনি বলেছিলেন প্রথম বিসিএসেই সাফল্য অর্জনের জন্য প্রত্যয় রাখা উচিত। সে সময় আমি প্রথম বিসিএসেই ভাল প্রিপারেশন নেয়ার জন্য অনুপ্রেরণা লাভ করেছিলাম। এই জন্য রাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস কনফিডেন্সের অনেক বিষয় অত্যন্ত ভালো । এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তাদের খাতা মূল্যায়ন এবং প্রশ্ন করার পদ্ধতি অত্যন্ত সুন্দর।
রায়হান ফেরদৌস
প্রশাসন ক্যাডার
৪৩তম বিসিএস