রাজু ভাই ছাড়া এখানে আসা সম্ভব ছিলো না
কনফিডেন্সের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশে বলবো, রাজু ভাইয়ের দিক নির্দেশনা মেনে চলুন তাহলেই সফল হবেন। কোচিংয়ের যে প্ল্যান তার বাইরে নতুন করে কোনো প্ল্যান করার দরকার নেই। আর যারা বিসিএসের কোচিং খুঁজতেছেন তাদেরকে বলবো, কনফিডেন্সে ভরসা রাখতে পারেন। অন্যদের খারাপ বলবো না। তবে কনফিডেন্স ভরসার প্রতিষ্ঠান।