সম্প্রতি বিয়াম ফাউন্ডেশন, ঢাকা ও বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজারে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদ ও পদসংখ্যা—
১. হোস্টেল ম্যানেজার: ১ ২. লাইব্রেরিয়ান: ১ ৩. প্রশাসনিক কর্মকর্তা: ১ ৪. নিরাপত্তা কর্মকর্তা: ১ ৫. কম্পিউটার অপারেটর: ৩ ৬. ক্যানটিন সুপারভাইজার: ১ ৭. হিসাবরক্ষক: ১ ৮. ক্যাশিয়ার: ১ ৯. রিসেপশনিস্ট: ২ ১০. হাউসকিপার: ১ ১১. ক্যানটিন স্টোরকিপার: ১ ১২. ক্লিনিং সুপারভাইজার: ১
১৩. নিম্নমান সহকারী: ১ ১৪. কার্পেন্টার: ১ ১৫. পিএবিএক্স অপারেটর: ১ ১৬. লিফট অপারেটর: ২ ১৭. সহকারী বাবুর্চি: ২ ১৮. ক্লিনার: ২ ১৯. কেয়ারটেকার (কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র): ১ ২০. হিসাবরক্ষক (কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র): ১
আবেদনের বয়সসীমা
এ বছরের ১ জুলাই তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই ২০২৫, বিকেল পাঁচটা। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বরের মাধ্যমে ফি জমা দিতে হবে।