কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

ট্রাম্পের ইউক্রেসি বয়ান

জিয়াউদ্দিন সাইমুম [সূত্র : কালের কণ্ঠ, ১৪ জুলাই ২০২৫]

ট্রাম্পের ইউক্রেসি বয়ান

২০২৪ সালের মার্কিন নির্বাচন অনেক আমেরিকানের সামগ্রিক মানসিকতায় এক রূপান্তরমূলক পরিবর্তন তুলে ধরতে পেরেছে। কারণ ঐতিহ্যগতভাবে প্রচারণা সমাবেশে রিপাবলিকান প্রার্থীর নামই উচ্চারিত হয়েছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প মঞ্চে উপস্থিত হতেন, তখন জনতার স্লোগানটি ছিল : ‘যুক্তরাষ্ট্র! যুক্তরাষ্ট্র! যুক্তরাষ্ট্র!’

 

 

এই স্লোগানটির অর্থ কী? এর তাৎপর্য কী? গভীর হতাশা এবং আবেগপ্রবণ আশার শেষহীন দোলাচলে মানসিক উত্তেজনা থেকে স্লোগানটির জন্ম। ট্রাম্পপন্থীদের মতে, ‘আমেরিকাকে আবার মহান করুন’ (MAGA) ধারণাটি কিছু লোকের কাছে রীতিমতো অভিশাপ, কিন্তু দেশপ্রেমিক আমেরিকানদের কাছে স্লোগানটি একটি জাতিকেন্দ্রিক সরকারের জন্য তাঁদের আকুলতার প্রতীক।

 

 


ট্রাম্প ও তাঁর আন্দোলন আমেরিকান গণতান্ত্রিক শাসনব্যবস্থার সমাপ্তির পাশাপাশি একটি নতুন ধরনের সরকার ব্যবস্থা সূচনার ইঙ্গিত দিচ্ছে। তাঁদের মতে, এই রূপান্তর কৌশলকে যথাযথভাবে দেশপ্রেমিক ইউক্রেসি হিসেবে বর্ণনা করা যেতে পারে, যা সমসাময়িক আমেরিকান শাসনব্যবস্থায় প্রাচীন গণতান্ত্রিক অভিপ্রায়ের একটি আধুনিক অনুবাদ।

 

 

তাঁদের মতে, এই নতুন ধারণাটির ভিত্তি হচ্ছে নিপাট দেশপ্রেম। তাত্ত্বিক দিক থেকে এটিই ইউক্রেটিক (গ্রিক বঁ থেকে উদ্ভূত, যার আভিধানিক অর্থ ‘ভালো’)।

 


কারণ এটি জনসাধারণের কল্যাণের ওপর কেন্দ্রীভূত শাসনব্যবস্থার পক্ষে। অন্যভাবে বলা যেতে পারে, সত্যিকার অর্থে ‘আমেরিকাকে আবার মহান করে তোলা’র সৃষ্টিশীল সমন্বিত প্রচেষ্টা। এই জাতিকেন্দ্রিক ইউক্রেসি একটি নতুন ধরনের কূটনীতির ভিত্তিও স্থাপন করে, যা ‘ইউক্রেটিক কূটনীতি’ নামে পরিচিত। এই ধরনের কূটনীতির মূল সুর হচ্ছে জাতীয় স্বার্থকে মিত্রদের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্কের সঙ্গে ভারসাম্যপূর্ণ করে তোলার বৈশ্বিক শ্রেষ্ঠত্ব অর্জনের পথ রচনা করা।

 

 

এই ইউক্রেটিক মূল্যবোধের সম্ভাব্য পরিণতি আঁচ করতে পেরেই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো স্বৈরচারী দেশগুলো ট্রাম্প ও তাঁর চৌকস টিমকে নজিরবিহীন আগ্রহে স্বাগত জানাতে বাধ্য হয়েছে। মাথা ঘোরানো অঙ্কের অর্থনৈতিক ও সামরিক চুক্তি আর কল্পনাতীত দামি উপহার এই দেশগুলো ট্রাম্পের চরণে নিবেদন করতে বাধ্য হয়েছে। এই সফর ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত এমন একটি ইউক্রেটিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে সহায়তা করেছে, যাতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের নাগরিকরা তাদের জীবনযাত্রার মান উন্নত করার এবং একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ নিশ্চিত করার দিকে মনোনিবেশ করতে পারে। চতুর ট্রাম্প সম্ভবত এটি আগেভাগেই স্থির করে ফেলতে পেরেছেন, তাঁর ইউক্রেটিক বিশ্ব গঠনের অর্থনৈতিক দিকটি তিনি মধ্যপ্রাচ্যের ধনকুবের দেশগুলো থেকে আদায় করে নিতে পারবেন।

 

 

ট্রাম্প উদ্ভাবিত ইউক্রেসি তত্ত্বের ভবিষ্যৎ আসলে কেমন হবে, তা এই গ্রহবাসী জানে না।

 

 


এর ভিত্তি তিনটি স্তম্ভের ওপর স্থাপিত—১. দেশপ্রেম মানে জাতিকেন্দ্রিক শাসন—এটি একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার, যা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং তার নাগরিকদের মঙ্গলকে অগ্রাধিকার দেয়। ২. শক্তিশালী সুশাসন মানে যোগ্য ও নীতিগত নেতৃত্ব : ট্রাম্প ও তাঁর মিত্ররা এটিই আকাঙ্ক্ষা করেন। বিশ্লেষকদের মতে, এটি সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের মতো দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদেরও একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। যদিও এসব দেশকে প্রায়ই কর্তৃত্ববাদী হিসেবে চিহ্নিত করা হয়, তার পরও এই সরকারগুলোকে সাদ্দাম হোসেনের ইরাক বা বর্তমান মায়ানমারের মতো নিপীড়ক শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করা উচিত নয়। পার্থক্যটি হলো উদ্দেশ্য—একটি জনসাধারণের কল্যাণ নিশ্চিত করার জন্য ক্ষমতা ব্যবহার করে; অন্যটি নিয়ন্ত্রণ ও শোষণ করার জন্য ক্ষমতা ব্যবহার করে। ৩. দূরদর্শী নেতৃত্ব মানে অগ্রগামী-চিন্তাশীল শাসনব্যবস্থা : একটি স্থবির সরকার অনিবার্যভাবে ক্ষয়প্রাপ্ত হয়। বিপরীতে, একটি দূরদর্শী সরকার পুনরুজ্জীবিত এবং বিকশিত হয়।

 


তাহলে ট্রাম্প কি গণতন্ত্রের অবসান টেনে আনছেন? হ্যাঁ, যদি প্রশ্নটি আমেরিকান গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি ত্রুটিপূর্ণ সংস্করণের পতনের কথা উল্লেখ করে, তাহলে উত্তরটি ইতিবাচক হতে বাধ্য। কারণ মার্কিন সমাজব্যবস্থা এখন সীমাহীন উদাসীনতা, দৃষ্টিকটু পক্ষপাত এবং আদর্শিক চরমপন্থায় জর্জরিত, যা প্রগতিবাদের ছদ্মবেশে নিজেই নিজের ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, যা প্রায়ই সমাজের সবচেয়ে দুর্বলদের নিয়মিত এবং শৃঙ্খলাবদ্ধ পন্থায় শোষণ করে যাচ্ছে।

 

 

কিন্তু ট্রাম্পের ইউক্রেটিক ভক্তরা পাল্টা বয়ান দাঁড় করিয়ে ফেলেছেন। তাঁদের দাবি ট্রাম্পের ইউক্রেটিক দর্শন আমেরিকাকে আবার মহান করে তোলার জন্য জনগণের ইচ্ছা ও দৃষ্টিভঙ্গির ক্ষয়কে নির্দেশ করছে। এটি মোটেও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে বিপন্ন করছে না, বরং MAGA (Make America Great Again) এবং MAHA (Make America Honest Again) উদ্যোগের মাধ্যমে ট্রাম্প ও তাঁর মিত্ররা গণতন্ত্রকে ধ্বংস করছেন না, বরং রূপান্তর করছেন। তাঁরা শাসনের একটি নতুন রূপের সূচনা করছেন, যা কেতাবি নাম ‘ইউক্রেসি’। এটি জনগণের ভালোর জন্য, ভালো মানুষের দ্বারা পরিচালিত একটি সরকার।

লেখক : সাংবাদিক ও গবেষক