কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

এমপক্স সংক্রমণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

[সূত্র : কালের কণ্ঠ, ০১ জুন ২০২৫]

এমপক্স সংক্রমণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

সিয়েরা লিওনে এমপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার (৩১ মে) নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর এই পদক্ষেপ নেওয়া হয়।

 

 

এএফপির হাতে আসা এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩,৩৫০টি এমপক্স সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১,৭৭৯ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের।

 

 


এক সপ্তাহ আগে সংক্রমণের সংখ্যা ছিল ৩,০১১। যদিও ১৩ মে’র তুলনায় এই বৃদ্ধির হার তুলনামূলক কম, তবুও উদ্বেগ কাটছে না। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী চার্লস সেনেসি শুক্রবার (২৯ মে) বলেন, ‘আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞ এবং এমপক্স মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়ে চলব। এই মহামারী নিয়ন্ত্রণে রাখতে আমাদের স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন, আর আমরা নিশ্চিত করছি যাতে তাদের হাতে মানবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা থাকে।

 

 


এমপক্স মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ফ্রিটাউনে ৪০০ শয্যার নতুন একটি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়, যা পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জুলদেহ ও উপমন্ত্রী সেনেসি। এদিকে, সরকারি রোগ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক ফোদায় সাহর জানিয়েছেন, আজ রবিবার (১ জুন) দেশে পৌঁছাতে চলেছে এমপক্সের ২০,০০০ ডোজ টিকা। এগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। এখন পর্যন্ত এমপক্সের বিরুদ্ধে মোট ৪২,৮৭২ জন স্বাস্থ্যসেবা কর্মীকে টিকা দেওয়া হয়েছে।

 

 


এমপক্স একটি ভাইরাসঘটিত রোগ, যার লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর এবং ত্বকে ফুসকুড়ি বা ক্ষত। এটি গুটিবসন্তের মতো ভাইরাস পরিবারভুক্ত। প্রথম শনাক্ত হয় ১৯৭০ সালে, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। ২০২২ সালের পর থেকে রোগটি আফ্রিকার সীমানা পেরিয়ে আরও বিস্তৃত হয়। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে সর্বোচ্চ সতর্কতা জারি করা রোগ হিসেবে ঘোষণা করে।

 

 

এখন কেবল সিয়েরা লিওনেই নয়, কঙ্গো, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি ও কেনিয়ার মতো দেশেও হাজার হাজার এমপক্স সংক্রমণের ঘটনা সামনে আসছে, যা মহাদেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।