আরববিশ্বের নীরবতা গাজার গণহত্যাকে উসকে দিচ্ছে
ড. ফরিদুল আলম। সূত্র : কালের কণ্ঠ, ২৬ এপ্রিল ২০২৫

গত বছরের অক্টোবর মাসে হামাসের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল, আরব দেশগুলো এবং পশ্চিমাদের নীরবতা ইসরায়েলকে গণহত্যায় উসকানি দিচ্ছে, যার মধ্য দিয়ে ইসরায়েলের বর্বরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজার মানবিক বিপর্যয় নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়ে হত্যা ও বাস্তুচ্যুতির মধ্য দিয়ে ইসরায়েল গাজাকে ফিলিস্তিনি শূন্য করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে। এর নেপথ্য কারণ এখন স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। ইসরায়েলের এই বর্বরতার পেছনে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এখন গর্ত থেকে বের হয়ে এসেছে।
সারা বিশ্ব আজ বিক্ষুব্ধ। আর এই বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি দেশ কিভাবে আরেকটি দেশকে ধ্বংস করার মহাযজ্ঞে মত্ত থাকতে পারে, আধুনিকতার শিখরে এসে আজ গাজায় আমরা এই বাস্তবতা দেখছি প্রতিনিয়ত।
এর কারণ কী এবং কেনই বা বিশ্বের একমাত্র ধর্মভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) পর্যন্ত চুপ রয়েছে? এই সব কিছু আমাদের গভীরভাবে ভাবায়। অথচ ১৯৬৯ সালে আল-আকসা মসজিদে ইসরায়েল কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবসহ বড় বড় আরব রাষ্ট্রের উদ্যোগে এই সংস্থাটি গঠিত হয়, যারা পরবর্তী ১০ বছরের মধ্যে একটি স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল। সময়ের পরিক্রমায় ওআইসির সদস্যসংখ্যা এখন ৫৭। সংখ্যায় বাড়লেও শক্তিতে এক দন্তবিহীন বাঘ ছাড়া আর কিছুই নয় এই সংস্থাটি। ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা বাস্তবায়ন করতে ইসরায়েল যখন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে, আরব লীগ এই অবস্থায় গত মাসের প্রথম দিকে মিসরের একটি পরিকল্পনাকে অনুমোদন করে, যা পরে ওআইসি কর্তৃকও অনুমোদিত হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ফিলিস্তিনের অধিকার নিয়ে চিন্তিত নয়, এমনটিও নয়। মূলত ওআইসি প্রতিষ্ঠার মূলমন্ত্রই ছিল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে কেবল ফিলিস্তিনিদের নয়, আরববিশ্বের অপরাপর দেশগুলোর জন্যও ইসরায়েলের হুমকি থেকে নিজেদের নিরাপদ এবং নিশ্চিন্ত রাখা। বাধা কেবল একটিই আর সেটি হচ্ছে গণতন্ত্রহীন রাজতান্ত্রিক আরববিশ্বের নেতাদের নিজেদের সুরক্ষিত রাখার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্য বজায় রাখা। এ ক্ষেত্রে অগ্রগামী সৌদি আরব। আরববিশ্বের ডিফ্যাক্টো নেতৃত্বদানকারী এই রাষ্ট্রটির কারণেই মূলত আরব ঐক্যের ভেতর বড় ধরনের চির ধরেছে। ফলে কাতার, কুয়েত ও আমিরাতের মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মার্কিন মুখাপেক্ষিতার দিকেই নির্ভরশীল থাকতে হচ্ছে।
গত কয়েক বছর আগে তুরস্কের সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার মধ্য দিয়ে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা যখন স্পষ্ট হয়ে ওঠে, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে এই ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেয়েছিলেন। সৌদি তথা গোটা আরববিশ্বের নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য একমাত্র নিরাপত্তার নিশ্চয়তাদানকারী, এমনটি বছরের পর বছর ধরে জনগণের মধ্যে গেঁথে দিয়েছেন শাসকরা। অন্য কথায়, মার্কিন তথাকথিত নিরাপত্তাবলয়ের বিকল্প কোনো ব্যবস্থাও এই মুহূর্তে এই রাজতান্ত্রিক সরকারগুলোর হাতে নেই। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতাকে (বিনিয়োগ সম্পর্কিত) কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে বাইডেন প্রশাসনের আমলে সম্পর্কে চির ধরলেও গাজা বিষয় নিয়ে তাদের অবস্থান কেবল প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার কারণ তারা ইরানের মতো সরাসরি নিজেদের মার্কিন লক্ষ্যবস্তু করা থেকে বিরত রাখতে চেয়েছে।
এর মধ্যে ২০১৭ সৌদি যুবরাজ যখন ক্ষমতার দ্বন্দ্বে রাজপরিবারের তীব্র বিরোধিতার মুখে ছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্ত করতে ইসরায়েলের মন জোগাতে গোপনে তিনি ইসরায়েল সফর করেন। সে সময় এটিও রটেছিল যে তিনি আব্রাহাম চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আব্রাহাম চুক্তি হচ্ছে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করা সংক্রান্ত একটি চুক্তি, যেখানে এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোও স্বাক্ষর করেছে। পরে ট্রাম্পের এই আমলে এসে আবারও নতুন করে স্বার্থের সংঘাতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্বের মূল কারণ ট্রাম্পের ‘গাজা খালি করা’ তত্ত্ব বাস্তবায়নকল্পে গাজার পুনর্গঠনে আরব দেশগুলোর পক্ষ থেকে অর্থের সংস্থান সম্পর্কিত বিষয়টি। এর আগে ট্রাম্প তাঁর বর্তমান মেয়াদে প্রথম বিদেশ সফরে সৌদি আরবকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়ার শর্ত হিসেবে সে দেশ থেকে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের দাবি জানান, যা পরে তিনি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করেন।
এসব কিছুর মধ্যে অনেকটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো করে সৌদি আরব যখন গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে, নেতানিয়াহুর পক্ষ থেকে পাল্টা উপহাসের সুরে বলা হয় যে গাজাবাসীকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত স্থান সৌদি আরবে রয়েছে এবং তাদেরই এটি করা উচিত। এক পর্যায়ে সৌদি আরবের পক্ষ থেকে এর প্রতিবাদে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির মালিক, তারা কোনো অভিবাসী বা অনুপ্রবেশকারী নয় যে ইসরায়েলি দখলদাররা তাদের ইচ্ছামতো উচ্ছেদ করবে।’
সার্বিক পরিস্থিতি বলছে, সৌদি আরব যতই এত দিন ধরে তাদের রাজতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে মার্কিন স্বার্থের কাছে নিজেদের সমর্পণ করে রেখেছিল, কালের বিবর্তনে এখন এই সময়ে এসে ইসরায়েলের সরাসরি ইচ্ছার কাছে তাদের সমর্পিত হতে হবে, যা মেনে নেওয়া তাদের জন্য কষ্টের বিষয়। যদিও তারা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে যেতে চেয়েছে, ফিলিস্তিন প্রশ্নে, বিশেষ করে গাজা নিয়ে ইসরায়েলের অবস্থান সৌদি স্বার্থের সঙ্গে অনেকটাই সংঘাতময় হয়ে উঠেছে। এত কিছুর পরও এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা আরববিশ্ব তথা ইসলামী সম্প্রদায়কে সংগঠিত করে গাজার মানবিক বিপর্যয় রোধ এবং একটি স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের অবস্থান জানান দেওয়ার মতো সামর্থ্য যে তাদের নেই, এটি বলার অপেক্ষা রাখে না। আরববিশ্বের নীরবতার ভাষা আসলে এসব কিছুই। এই নীরবতা ভেঙে যদি সরব হতে হয়, গোটা রাজতান্ত্রিক বৈশিষ্ট্যই হুমকির মুখে পড়বে।
লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়