আন্তর্জাতিক ফুটবল : বিশ্বকাপ প্রস্তুতির উন্মাদনার বছর
আখলাকুল আম্বিয়া [সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৬ ডিসেম্বর, ২০২৫]

২০২৫ সাল শেষের পথে। বছরজুড়ে আন্তর্জাতিক ফুটবলে ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির চাপ। আসছে বছরের ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। তাই বিশ্বকাপের আগের এ সময়ে জাতীয় দল, ফেডারেশন ও খেলোয়াড়দের জন্য বছরটি ছিল ব্যস্ততার। ইতোমধ্যে ছয়টি কনফেডারেশন থেকে ৪২টি দেশ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। এ ছাড়া ফুটবলপাড়া ছিল উত্তেজনা, চ্যাম্পিয়নশিপ ও অপ্রত্যাশিত ফলাফলে ভরা একটি বছর। ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা ও বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দর্শকরা পেয়েছে যেমন দারুণ লড়াই, তেমনি নতুন ইতিহাসও। আলোচনায় ছিল পর্তুগাল, পিএসজি, দেম্বেলে, আইতানা, চেলসি, মেসি, রোনালদোদের নাম।
দেম্বেলেময় পিএসজি
চলতি বছর ইউরোপসেরার তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগে ছিল চমক। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়ে। ফ্রান্সের তারকা ওসমান দেম্বেলের গুরুত্বপূর্ণ ভূমিকায় শিরোপার লড়াইয়ে তারা ইতালির ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে। যা ফরাসি ক্লাব ফুটবলের জন্য বড় অর্জন। পরে দলটি উয়েফা সুপার কাপও জেতে। আর দেম্বেলের হাতে উঠেছে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্টের পুরস্কার।
টটেনহ্যামের ইতিহাস
ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতে ৪১ বছরের শিরোপার শূন্যতা ভেঙেছে। পাশাপাশি চেলসি কনফারেন্স লিগ জিতে প্রথম ক্লাব হিসেবে উয়েফার সব পুরুষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা অর্জনের গৌরব অর্জন করে।
বিশ্ব ক্লাব চ্যাম্পিয়ন চেলসি
এ বছরের সবচেয়ে আলোচিত আয়োজন ছিল ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার শীর্ষ ক্লাবগুলোর এ লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে ইংলিশ ক্লাব চেলসি ৩-০ গোলে পিএসজিকে হারিয়ে এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।
পর্তুগালের আন্তর্জাতিক সাফল্য
২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে আলোচনার কেন্দ্রে ছিল হাজার গোলের পথে হাঁটা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এ বছর উয়েফা নেশনস লিগ ফাইনালে খেলেছিল পর্তুগাল ও স্পেন। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল ও স্পেন ২-২ ব্যবধানে ড্র করে এবং পর্তুগাল পেনাল্টিতে ৫-৩ গোলের ব্যবধানে প্রথমবার দ্বিতীয় নেশনস লিগ শিরোপা জিতে নেয়। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ ইউরো জিতে নেয় রোনালদোর উত্তরসূরিরা।
মেসির মায়ামির প্রথম
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্যও বছরটি ছিল সাফল্যের। তার হাত ধরেই প্রথমবারের মতো জিতেছে মেজর লিগ সকারের মর্যাদাপূর্ণ শিরোপা এমএলএস কাপ। মেসি জিতেছেন টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আইতানার স্পেন
উয়েফা নারী নেশনস লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেনের মেয়েরা। জার্মানিকে হারিয়ে শিরোপা ধরে রাখে আইতানা বোনমাতির স্পেন। তিনি এখন নারী ফুটবলে একক আধিপত্য দেখাচ্ছেন। চলতি বছর ব্যালন ডি’অরের পাশাপাশি ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে হ্যাটট্রিকের কীর্তি গড়েন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আইতানা।
সব মিলিয়ে ২০২৫ সাল আন্তর্জাতিক ফুটবলে ছিল উত্তেজনার চেয়ে প্রস্তুতির, শিরোপার চেয়ে পরিকল্পনার বছর। তবে এ প্রস্তুতির মধ্যেই লুকিয়ে ছিল ভবিষ্যৎ বড় মঞ্চে আরও তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত, যা ফুটবলপ্রেমীদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।