কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

| প্রকাশ : ইত্তেফাক, ০৭ মার্চ ২০২৫

আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

চীনকে এবার কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুত’ এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে এই পালটাপালটি হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরো শঙ্কা বাড়লো বলে মনে করা হচ্ছে।

 

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময়ে চীনকে ফের শুল্কযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওই দেশগুলো আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও ততো বেশি শুল্ক চাপাবো’। 

 

 
 
 

বেইজিংয়ের এই হুমকির পর পালটা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমরাও তৈরি। যারা শান্তি চায়, তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়’। যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পিট বলেন, ‘এজন্যই আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি। 

 

 

চীন বা অন্য কারো সঙ্গে যুদ্ধের মোকাবিলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার। প্রেসিডেন্ট (ট্রাম্প) বোঝেন যে এই শক্তির মাধ্যমেই শান্তি আনা সম্ভব’। -নিউ ইয়র্ক পোস্ট